25 March, 2025

BY- Aajtak Bangla

শিলিগুড়ির এলে অবশ্যই আসতে হবে, সেরা ১০ মোমোর ঠিকানা

পাহাড় হোক কিংবা ডুয়ার্স, শিলিগুড়ি হয়েই যেতে হয়। এখানে কিছুক্ষণ সময় কাটানোর ফাঁকে ঢুঁ মারতে পারেন মোমোর সেরা দোকানগুলিতে।

Kalimpong Momo Centre, Sevoke Road বিখ্যাত তাদের জুসি চিকেন ও ভেজ মোমোর জন্য। সাইডে থাকে স্পেশাল ঝাল সস।

Dilli Hut, Uttorayon Township টং স্টাইলে বানানো দোকান, যেখানে পনির মোমো ও চিজ ফ্রাইড মোমো ভীষণ জনপ্রিয়।

Gopal Momo Centre, Hill Cart Road ওল্ড স্কুল টেস্ট, বাজেট ফ্রেন্ডলি। মাটন মোমো এখানে মাস্ট ট্রাই।

The Momo Station, Cosmos Mall হাইগ্রেড হাইজিন ও মডার্ন ফিউশন মোমোর জন্য জনপ্রিয়। পান থাই মোমো বা মালাই তন্দুরি মোমো।

Momo Ghar, Pradhan Nagar এখানকার স্টিমড মোমোর গন্ধেই মন ভরে যায়। বাড়িতে বানানোর মত টেস্ট।

Hot Momo, Panitanki More চিজি মোমোর ক্রিমিনেস আর সিজলিং হট সসের কম্বিনেশন এক কথায় অসাধারণ।

Little Tibet Momo, Bidhan Market তিব্বতি স্টাইলে অরিজিনাল মোমো—গরু ও শুকরের মাংসের অপশনও আছে।

Chalte Chalte Momo Stall, Airview More রাস্তার ধারের এই ছোট স্টলে সন্ধ্যা হলে লাইন পড়ে যায়। টিনএজারদের ফেভারিট স্পট।

Urban Momo Kitchen, Salugara ফিউশন মেনু—BBQ মোমো, Schezwan মোমো সব এক জায়গায়।

China Town Momo, Ashram Para বিখ্যাত সিজলিং ফ্রাইড মোমোর জন্য। সাথে থাকে স্পেশাল ড্রাগন সস।