1 February, 2024
BY- Aajtak Bangla
বাড়িতে কন্যাসন্তান আনে সমৃদ্ধি ও সম্পদ। সন্তানের নামেও তাকে সৌভাগ্য। রইল তেমনই কিছু নাম।
দারিশা- এই নামের অর্থ দারিশা নামের অর্থ সম্পদ ও প্রাচুর্যের অধিকারী।
ধনেশা- ধনেশ কুবেরের আর এক নাম। মেয়ের নাম রাখতে পারেন ধনেশা।
অদিত্রি- সম্পদের দেবী মা লক্ষ্মীর আর এক নাম অদিত্রি। এই নাম রাখলে কন্যাসন্তান লাকি হন।
অগন্যা- অগন্যার অর্থ ভাগ্য ও সমৃদ্ধি। এটিও মা লক্ষ্মীর অপর নাম।
বসুধা- বসুধা নামের অর্থ হল ভূদেবী, যিনি সম্পদেরও দেবী।
ভাগ্যলক্ষ্মী- এই নামের অর্থ সম্পদের দেবী। আপনি আপনার মেয়ের জন্য এই নাম রাখতে পারেন।
ভার্গবী- লক্ষ্মীর আর এক নাম। শিশুকন্যা ঘরে আনবে সম্পদ।
হেমালি- এই নামের অর্থ সম্পদ ও সমৃদ্ধি।
এডিভা- এই নামের অর্থ সম্পদ অর্জনের চেষ্টা করা। এই নাম পাশ্চাত্যের।