01 August, 2024

BY- Aajtak Bangla

এই ১০ দোকানে পাবেন কলকাতার সেরা মিষ্টি, একটাতে অন্তত চেখে দেখুন

ভীম চন্দ্র নাগ: বউ বাজার মার্কেটের কাছের এই দোকান প্রায় ২০০ বছর পুরনো। এখানে গেলে 'লেডিকেনি' এবং সন্দেশ ট্রাই করতে ভুলবেন না।

গাঙ্গুরাম: বউবাজার ছাড়াও, মানিকতলা, লালবাজার, পার্ক স্ট্রিট, দমদম, গোলপার্কের কাছে শাখা রয়েছে। এখানকার দই, রসমালাই, ক্ষীরের সন্দেশ, আবার খাব, আম সন্দেশ দারুণ। জলখাবারে এখানকার রাধাবল্লভী খেতে পারেন।

সেন মহাশয়: শ্যামবাজারে আদি দোকান। এছাড়াও লেক মার্কেট, গড়িয়াহাট, সল্টলেক ও ভবানীপুরে শাখা আছে। এখানকার সীতাভোগ-মিহিদানা দুর্দান্ত। এছাড়াও সন্দেশ খুবই সুস্বাদু।

বাঞ্ছারাম: যাদবপুরে আদি দোকান। রসগোল্লা ও সন্দেশ বিখ্যাত।

কে সি দাস: এলপ্ল্যানেডের এই দোকান মিষ্টিপ্রেমীদর বেশ পরিচিত। এখানকার রসগোল্লা বিখ্যাত। এছাড়াও ক্ষীর কদম, সন্দেশ ট্রাই করতে পারেন।

পুঁটিরাম: কলেজ স্কোয়ার, ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে। রসমালাই, রাজভোগ, সরভাজা, ভাজা মিষ্টি বিখ্যাত। রাধাবল্লভী ও মিষ্টি ছোলার ডাল ট্রাই করতে ভুলবেন না। 

গিরিশ চন্দ্র দে অ্যান্ড নকুড় চন্দ্র নন্দী: নরম সন্দেশের জাদুতে হারিয়ে যেতে চান? তাহলে এখানে খান। হাতিবাগানে, বেথুন কলেজের কাছেই দোকান।

বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক: ভবানীপুর ছাড়াও কসবা, নিউ আলিপুর, পার্ক স্ট্রিট এবং বালিগঙ্গে শাখা আছে। এখানকার সন্দেশ ও রাবড়ি বিখ্যাত। 

নবীন চন্দ্র দাস: শোভাবাজারে দোকান। এখানকার রসগোল্লা ও সন্দেশ অবশ্যই ট্রাই করবেন। 

মৌচাক: কলেজ স্ট্রিটের এই প্রাচীন দোকানের সন্দেশ বিখ্যাত। এছাড়াও পান্তুয়া, মিষ্টি দই অবশ্যই খাবেন।