17 July, 2024
BY- Aajtak Bangla
বাড়ি পাহারা দেওয়ার জন্য় যুগ যুগ ধরে মানুষ কুকুর পুষে আসছে।
কিন্তু কিছু জাতের কুকুর ব্রিডিংয়ের মাধ্যমে পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে গড়ে তোলা হয়েছে।
তবে আগেই জেনে রাখুন, এই কুকুরগুলি স্পেনিয়াল বা পাগের মতো বেডরুমে বন্দী করে রাখলে মোটেও ভাল থাকবে না। এদের ছোট থেকে নিয়মিত সোশ্যালাইজ করাতে হবে।
পাশাপাশি, নিয়মিত দৌড়, খেলাধুলা, আনুগত্যের ট্রেনিং দিতে হবে। নয়তো আপনার কুকুরের ভয়ে বাড়িতে আত্মীয়রা আসা বন্ধ করে দিতে পারেন(সেটিই আপনার উদ্দেশ্য হলে আলাদা বিষয়)।
জার্মান শেপার্ড সাংঘাতিক শক্তিশালী জাতের কুকুর। পুলিশ বা সামরিক বাহিনীতে এদের দেখা যায়। বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের প্রতিও দারুণ অনুগত হয়।
ডোবারম্যান পিনসার রাগী জাতের কুকুর হিসাবে বদনাম রয়েছে। কিন্তু ছোট থেকে নিয়মিত সোশ্যালাইজ করলে এর থেকে ভাল কুকুর পাবেন না।
রটওয়েলারেরও রাগী হিসাবে বদনাম আছে। কিন্তু সঠিক ট্রেনিং পেলে দারুণ গার্ড ডগ হিসাবে কাজ করে।
কানে কর্সো কুকুরকে কিছু করতে হবে না। এর বিশাল চেহারা দেখলেই চোর বাবাজী পালাবে। তবে আত্মবিশ্বাসী, অভিজ্ঞ মনিবেরই এই কুকুর পোষা উচিত।
রোডেশিয়ান- অবাক হবেন না! আমাদের রাস্তার নেড়ি কুকুরেরও যত্ন নিলে তা দারুণ গার্ড কুকুর হয়।
এদের মধ্যে প্রাকৃতিকভাবেই নিজের এলাকা রক্ষা করার একটা প্রবণতা থাকে। তাই যে বাড়িতে থাকে, সেখানে অনুপ্রবেশকারী সহ্য করতে পারে না। তবে একে বেঁধে রাখলে রাগী হয়ে যাবে।