BY- Aajtak Bangla

এবছরের সেরা ৫ রেট্রো মোটরসাইকেল, কোনটা বেস্ট?

27 April, 2025

ছেলেদের সবারই একটা দারুণ কুল বাইকের স্বপ্ন থাকে। 

কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাজেট। একটি প্রিমিয়াম বাইকের দাম এন্ট্রি লেভেল চারচাকার থেকেও বেশি। মধ্যবিত্তের পক্ষে এত টাকা খরচ করা মুশকিল।

তবে আজকাল ভারতে তুলনামূলক কম বাজেটেও বেশ কিছু প্রিমিয়াম ফিল ও লুকের বাইক পাওয়া যায়। 

ফলে কিছুটা হলেও সাধ্যের মধ্যে শখ পূরণ করতে পারেন। 

Royal Enfield Interceptor 650 ডিজাইন: ক্লাসিক রেট্রো স্টাইলের বাইক, যা ১৯৬০-এর দশকের ইংল্যান্ডের কাস্টম বাইকের সাথে সাদৃশ্য রাখে।

Triumph Bonneville T120 ডিজাইন: ৫০ এবং ৬০ দশকের ব্রিটিশ রেট্রো মোটরসাইকেল ডিজাইন।

Honda CB350 RS ডিজাইন: রেট্রো স্টাইলের সোজাসাপ্টা ফিচার এবং স্পোর্টি লুক।

Yamaha XSR700 ডিজাইন: মারাত্মক রেট্রো স্টাইল এবং স্পোর্টস মোটরসাইকেলের সংমিশ্রণ।

Bajaj Dominar 250 ডিজাইন: আধুনিক এবং রেট্রো স্টাইলের মধ্যে একটি নতুন সংমিশ্রণ।