BY- Aajtak Bangla
24 June, 2025
বর্ষা পড়তেই কলকাতা যেন এক অন্যরকম রূপে ধরা দিয়েছে।
মেঘলা আকাশ, ভিজে রাস্তাঘাট, সোঁদা গন্ধ সব মিলিয়ে প্রেম করার আদর্শ ওয়েদার।
আর এই বৃষ্টির দিনে প্রেমিক-প্রেমিকাদের প্রিয় ঠিকানাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে কলকাতার কিছু চেনা ও অচেনা কোণ।
জেনে নিন কোথায় কোথায় প্রেম করতে যাবেন কপোত কপোতিরা।
কলকাতার ক্লাসিক প্রেমের স্পট ভিক্টোরিয়া মেমোরিয়াল। বৃষ্টিভেজা ঘাসের ওপরে হাঁটা, ফাঁকা বেঞ্চে বসে থাকা, আর দূরে জলছবি ভিক্টোরিয়া প্রেমিক-প্রেমিকার জন্য যেন এক স্বপ্নের দৃশ্য।
প্রিন্সেপ ঘাটে গঙ্গার পাড়ে বসে একসঙ্গে বৃষ্টির শব্দ শোনার অনুভূতিটাই আলাদা। এখানে রোমান্টিকতা যেন দ্বিগুণ হয়ে ওঠে। এই সময়ে নৌকা বিহারও ভাল লাগে।
বৃষ্টির সময় মোহরকুঞ্জ আরও রঙিন হয়ে যায়। গাছপালা, নিরিবিলি পরিবেশ আর ছায়াঘেরা বেঞ্চ প্রেমিক-প্রেমিকার কাছে এটি একটি নিখুঁত গন্তব্য প্রেম করার।
বৃষ্টির দিনে রবীন্দ্র সরোবরও প্রেমের আদর্শ স্পট। এখানকার নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্য রোমান্টিকদের কাছে এটি অন্যতম পছন্দের জায়গা করে তুলেছে।
বাইরে বৃষ্টি আর কফি হাউসে কফি আর কাটলেট নিয়ে মুখোমুখি প্রেমিক-প্রেমিকা। একান্তে বসে ভবিষ্যতের পরিকল্পনা করতেই পারেন।