BY- Aajtak Bangla
28 October, 2024
ছেলেদের সবারই একটা দারুণ কুল বাইকের স্বপ্ন থাকে।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাজেট। একটি প্রিমিয়াম বাইকের দাম এন্ট্রি লেভেল চারচাকার থেকেও বেশি। মধ্যবিত্তের পক্ষে এত টাকা খরচ করা মুশকিল।
তবে আজকাল ভারতে তুলনামূলক কম বাজেটেও বেশ কিছু প্রিমিয়াম ফিল ও লুকের বাইক পাওয়া যায়।
ফলে কিছুটা হলেও সাধ্যের মধ্যে শখ পূরণ করতে পারেন।
Yamaha R15 V4: বারবার প্রেমে ফেলে যে বাইক! নতুন করে বলার কিছুই নেই। দাম ১.৮৩ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু।
TVS Apache RR 310: দাম ২.৭৫ লাখ টাকা(এক্স-শোরুম)। ৩৭ bhp পাওয়ার, ২৯ Nm টর্ক। ৩১২ সিসির লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।
KTM RC 125: ভারতে এই ব্র্যান্ড নিয়ে অনেকে মজা করেন বটে। কিন্তু এই সেগমেন্টের অন্যতম সেরা বাইক বানায় KTM। ফিট-ফিনিশ সত্যিই তুলনাহীন। দাম ১.৭৯ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু।
Bajaj Pulsar NS200: নেকড বাইক পছন্দ হলে এটা ভাল লাগবে। দাম ১.৫৯ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু।
Royal Enfield Interceptor 650: এই লিস্টের সবচেয়ে দামি বাইক। কন্টিনেন্টাল জিটি আর এই বাইকের একই পাওয়ারট্রেইন। দাম ৩.০৩ লক্ষ টাকা(এক্স-শোরুম)।