20 Jun, 2024
BY- Aajtak Bangla
কী নেই এই শহরে! আছে ঐতিহাসিক স্থাপত্য, গঙ্গা, হাতে টানা রিকশা, ট্রাম থেকে শুরু করে ইতিহাসের গল্প বলা অসংখ্য রাস্তা।
ধর্মতলা থেকে কলেজস্ট্রিট, হাওড়া ব্রিজ- সবখানেই তো ছড়িয়ে আছে শতবর্ষী সব স্থাপনা, শতবর্ষের ইতিহাস। ৩৩৩ বছরের পুরোনো এই শহর আপনাকে মুগ্ধ করবেই।
ইন্ডিয়ান মিউজিয়াম: এশিয়ার অন্যতম এক প্রাচীন জাদুঘর এটি। তিমি, ডাইনোসর সহ নানা প্রাণীর জীবাশ্ম কঙ্কাল, পুরোনো সাম্রাজ্যের ব্যবহৃত নানা জিনিস, মিশরীয় মমি যদি চোখের সামনে দেখতে চান তবে অবশ্যই ঘুরে আসতে পারেন এখানে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়: কলকাতার জোড়াসাঁকোতে এই ঠাকুর পরিবারে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম হয়। বর্তমানে এখানে একটি মিউজিয়াম ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। প্রত্যেকটি বাঙালির কাছেই এটি পুণ্যভূমি।
কলেজ স্ট্রিট: বইপ্রেমী বাঙালি বারবার ছুটে যান এই বই পাড়ায়। রয়েছে হিন্দু কলেজ, হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ, মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কফি হাউসের মতো নানা বিখ্যাত হেরিটেজ।
আলিপুর চিড়িয়াখানা: এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তী, গন্ডার, জেব্রা, জিরাফ, এমু পাখি, হাতি, অস্ট্রিচ, হরিণ সহ দেশ বিদেশের নানা পাখি ও বানর। শিশুদের জন্যে এটি একটি আদর্শ ভ্রমণ স্থল।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধটি বর্তমানে একটি প্রদর্শনীশালা। তবে অতিরিক্ত দূষণের কারণে শ্বেত পাথরে লেগেছে এখন মলিনতার ছোঁয়া।
সায়েন্স সিটি: বিজ্ঞান সংগ্রহশালাটিতে রয়েছে- স্পেস এক্সিবিশন, ডায়নামোশেন, আর্থ এক্সপ্লোরেশন, মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্কসহ আরো অনেককিছু।
হাওড়া ব্রিজ: শত ইতিহাসের সাক্ষী এই ব্রিজ দাঁড়িয়ে আছে হুগলী নদীর উপর। উনিশ শতকের সেতু প্রকৌশল ও প্রযুক্তির অন্যতম নিদর্শন এটি।
এছাড়াও নাখোদা মসজিদ, বেলুড় মঠ, সেন্ট পলস ক্যাথিড্রাল, প্রিন্সেস ঘাট, ফোর্ট উইলিয়াম, বিশ্ব বাংলা গেট, নিউটাউন কফিহাউস, হরিনালয়, নজরুল তীর্থ দেখে নিতে পারেন।
অনেকের মতে, কলকাতা ভালোবাসার শহর। এ শহরের অলি গলি, উত্তর কলকাতার পুরানো বাড়ি, গঙ্গার ঘাট, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি আপনাকে বারবার এ শহরে আসতে বাধ্য করবেই।
শুধু প্রেমে নয় কিংবা জায়গায় নয়, বৈচিত্র্য রয়েছে কলকাতার খাবার-দাবারেও। কোথাও চাইনিজ তো কোথাও মোগলাই খানা, কোথাও আবার মাছ ভাতের বাঙালিয়ানা। সবমিলিয়ে জমজমাট কল্লোলিনী কলকাতা। আপনার মন গেয়ে উঠবে ‘আমি কলকাতার রসগোল্লা’।
স্ট্রিট ফুডের জন্যেও এই শহর বিখ্যাত। সকাল থেকে রাত রাস্তার ধারে, কেবিনে দেখা মিলবে মোমো, ফুচকা, রোল, কাবাব, সিঙ্গারা, চপ, কাটলেট, বিরিয়ানি, স্যুপ, ঘুগনি সহ নানা মুখরোচক সব খাবারের যা দেখে লোভ সংবরণ করা দুঃসাধ্য।