6 JULY, 2024
BY- Aajtak Bangla
সারা রাজ্যেই প্রায় অটোর জায়গা নিয়েছে টোটো।
আগে ছিল অটোর দাপট, আজকাল শুরু হয়েছে টোটোর দাপট।
তো এই অটো চালকদের মতো টোটো চালকদেরও কিছু গুণ রয়েছে বলে দাবি করেন যাত্রীরা।
চলুন জেনে নিন এক যাত্রীর মুখে, টোটো চালকদের কিছু গুণের কথা।
এগুলো নিছকই মজার স্বার্থে বলা বলে দাবি করেছেন ওই যাত্রী।
তাহলে এক এক করে জেনে নিন টোটো চালকদের কী কী গুণ থাকে।
১) টোটো চালকরা কখনও খুচরো পয়সা রাখেন না। যাত্রীকে অবশ্যই ১০ টাকার নোট এবং ২ টাকার কয়েন দিতেই হবে।
২) রাস্তা জুড়ে এদের চলাফেরা, কখনও কখনও দুটো বা তিনটে টোটো পাশাপাশি দেখা যাবে।
৩) পিছন থেকে হর্ন বাজালেও সরে গিয়ে অন্য গাড়িকে জায়গা দিতে চান না টোটো চালকরা।
৪) বাঁক নেওয়ার সময় এরা কোনও দিকে তাকান না। কে মরল বা কে বাঁচল তা তাঁদের দেখার বিষয় নয়।
৫অনেক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে এদের অনেক ভাব।