গামছা না তোয়ালে, ত্বকের জন্য কোনটি উপকারী?

BY- Aajtak Bangla

10 January, 2025

গামছা হালকা, পাতলা এবং সহজে শুকিয়ে যায়। রুক্ষ হওয়ায় ত্বকের ময়লা সহজে পরিষ্কার করে।

তোয়ালে মোটা কাপড়ে তৈরি, নরম ও ঘন। এটি শরীর থেকে জল শোষণে কার্যকর।

গামছা ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, বিশেষত গরমকালে।

তোয়ালে নরম হওয়ায় ত্বকে কম ঘর্ষণ হয়। শুষ্ক ত্বকের জন্য এটি ভালো।

তোয়ালের নরম স্পর্শ রুক্ষ ত্বকের জন্য আদর্শ। গামছা ব্যবহারে ত্বক আরও শুষ্ক হতে পারে।

তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে গামছা কার্যকর, কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে।

গামছা দ্রুত শুকিয়ে যায়, তাই ব্যাকটেরিয়া কম জন্মায়। তোয়ালে পরিষ্কার রাখতে নিয়মিত ধোয়া প্রয়োজন।

ত্বকের সংবেদনশীল জায়গায় গামছা ব্যবহার করার সময় সাবধান হতে হবে। তোয়ালে দিয়ে ত্বক আলতোভাবে মুছুন।

আপনার ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী গামছা বা তোয়ালে বেছে নিন। ভালো ত্বকের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নিন।