21 Jan, 2025 

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

সুখী হতে চান? তাহলে ভুলেও মিশবেন না এই মানুষগুলোর সঙ্গে

সুখী হওয়ার জন্য শুধু টাকা পয়সা থাকলে হয় না। মনেও শান্তি দরকার। তবে টক্সিক মানুষদের সঙ্গে মিশলে জীবনে সুখ থাকে না।

কুকুরকে তো খাওয়াচ্ছেন। কিন্তু খাওয়ানোর ফলে আপনার জীবনে কী প্রভাব পড়ছে জানেন? 

আমাদের চারপাশে টক্সিক মানুষ ঘুরে বেড়ায়। সে প্রতিবেশী হতে পারে আবার বন্ধুও। 

সেই সব মানুষদের সঙ্গে আমরা অজান্তে মেলামেশা করি। ফলে নিজেরাও অজান্তে টক্সিক হয়ে পড়ি।

কিন্তু কীভাবে চিনবেন টক্সিক মানুষদের? রইল সহজ ট্রিকস। যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদের থেকে দূরে থাকুন। 

অনেক মানুষ থাকে যারা সব সময় গুরুত্ব চায়। তারাও খুব টক্সিক হয়ে থাকে।

এমন অনেকে থাকে যারা সমালোচনা বেশি করে কিন্তু নিজেরা দায়িত্ব নিতে চায় না, তারাও টক্সিক। 

টক্সিক মানুষদের সহানুভূতির অভাব থাকে। তারা সামনে দেখায় করুণা, আবেগ, কিন্তু পিছনে হাসে। 

অন্যকে ছোটো করে মজা পান অনেকে। সেই সব মানুষদের থেকে দূরত্ব রেখে চলা উচিত। 

সব কিছুর মধ্যে নেগেটিভিটি যারা দেখেন তারাও খুব টক্সিক হয়ে থাকেন।