27 September,, 2024
BY- Aajtak Bangla
নানা ধরণের কুইজের প্রশ্ন প্রায়ই আলোড়ন ফেলে দেয় সমাজ মাধ্যমে। ইন্টারনেটে ঝড় তোলা এমনই সব প্রশ্ন মানুষের সাধারণ জ্ঞান বাড়ানোর কাজে দুর্দান্ত ভূমিকা নেয়।
আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যা যেমন মজাদার তেমনই তথ্য সমৃদ্ধ।
নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও দারুণ কাজে দেয় এই ধরণের প্রশ্ন-উত্তর। একদিকে যেমন বাড়ে জ্ঞানের পরিধি, তেমনই আবার এই সমস্ত দেশ বিদেশের তথ্য কাজে লাগে দৈনন্দিন জীবনের ভাল থাকাতেও।
চলুন আজ ভারত সংক্রান্ত এমন কিছু সাধারণ জ্ঞানের তথ্য জেনে নিই যে প্রশ্ন শুনলে আমাদের উত্তর খুঁজতে কাল ঘাম ছুটবে।
প্রশ্ন: ভারতের সবচেয়ে দামি মিষ্টি কোনটি? উত্তর: ভারতের সবচেয়ে দামি মিষ্টির নাম এক্সোটিকা।
বিশেষজ্ঞরা বলছেন যে এটি প্রতি কেজি এক দুই হাজার নয়, ৫০ হাজার টাকায় বিক্রি হয়। এই মিষ্টিটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি বলে দাবি করা হয়ে থাকে প্রস্তুতকারকদের পক্ষ থেকে।
ভারতের সবচেয়ে দামি মিষ্টি: আপনি হয়ত সর্বোচ্চ ৫০০ টাকা বা ১০০০ টাকা প্রতি কেজি দামের মিষ্টি খেয়েছেন, কিন্তু আপনি কি কখনও প্রতি কেজি ৫৬ হাজার টাকার মিষ্টি খেয়েছেন?
যদি না খেয়ে থাকেন তাহলে আজ সেই মিষ্টির মজাদার আরও তথ্য সব জানুন যা ভারতের সবচেয়ে দামি মিষ্টি। এই মিষ্টি পাওয়া যায় নবাবদের শহরে।
ভারতের বিভিন্ন রাজ্য এবং শহরের নিজস্ব বিখ্যাত মিষ্টি রয়েছে যেমন রাজস্থানের ঘেভার, আলমোড়ার বাল মিঠাই, আগ্রার বিখ্যাত পেঠা, একইভাবে লখনউয়ের নিজস্ব বিখ্যাত মিষ্টি রয়েছে।
এই সব মিষ্টি খেতে সারা বিশ্ব থেকে মানুষ ভারতে আসেন। কিন্তু ভারতের সবচেয়ে দামি মিষ্টির খবর কিন্তু অনেকেরই অজানা।