10 May, 2024
BY- Aajtak Bangla
আনমনে কিংবা জেনেবুঝে একটি একটি করে চুল তুলতে তুলতে মাথার একটা অংশ খালি করে ফেলাটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়!
মেডিকেলের ভাষায় এটাকে বলে ‘ট্রাইকোটিলোম্যানিয়া’। এটি একটি মানসিক রোগ, ভুক্তভোগী নিজেই যেখানে টেনে টেনে নিজের চুল তুলে ফেলেন।
নারী–পুরুষ যে কারও হতে পারে এ রোগ। তবে তুলনামূলকভাবে মেয়েদেরই বেশি হয়।
সাধারণত ১২-১৩ বছর বয়সে এ রোগের সূত্রপাত ঘটে। তবে, যেকোনো বয়সেই এটা হতে পারে।
এই অসুখে সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর গ্রুপের ওষুধ ও কগনেটিভ বিহেভিয়ার থেরাপি—এ দুটি চিকিৎসা কার্যকর।
ওষুধ ও সাইকোথেরাপি অনেকটা ওসিডির মতোই হয়ে থাকে এই রোগের চিকিৎসা।
মনে রাখতে হবে, নিজে নিজে চুল তুলে ফেলা আর এমনিতে চুল পড়া এক বিষয় না।
এই রোগকে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের (ওসিডি) একটি অংশ হিসেবে ধরা হয়।
পরিবারের স্বজন বা রোগীর মধ্যে এ বিষয়ে গ্রহণযোগ্যতা বাড়ানো দরকার।