30 July, 2024
BY- Aajtak Bangla
অনেকেই হাত খরচ চালানোর জন্য টিউশন করতে চান। আবার অনেকে টিউশনির পেশাই বেছে নিতে চান।
যদি টিউশনিকেই পেশা হিসেবে বাছতে চান তাহলে অন্তত ৩০-৪০ জন পড়ুয়া না পেলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে।
কিন্তু শুরুতেই ব্যাচ তৈরি করে কীভাবে পড়াবেন অনেকেই বুঝে পান না।
এর জন্য কিছু ট্রিকস রয়েছে। এই ট্রিকস ফলো করলে ব্যাচকে ব্যাচ স্টুডেন্ট পাবেন ঘরে বসেই।
কারও বাড়িতে যদি পড়াতে যান তাহলে সেই এলাকায় যেতে যেতে আপনার পরিচিতি বাড়বে।
এরপর আপনি একটি বিজ্ঞাপন দিন। এবার ভাবছেন তো বিজ্ঞাপন কীভাবে লিখলে বা কীভাবে দিলে পড়ুয়ারা যোগাযোগ করবে?
এর জন্য সবথেকে কম খরচে প্রিন্ট করে জায়গায় জায়গায় বিজ্ঞাপন দিতে পারেন। কোন শ্রেণি, কোন বিষয় এবং আপনার নম্বর ও আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লিখে প্রিন্ট করে আশেপাশের সব জায়গায় আঠা দিয়ে দেওয়ালে লাগিয়ে দিন। এটি সবচেয়ে সহজ মাধ্যম।
এছাড়া, খরচ একটু বেশি করলে লিফলেট ছাপিয়ে স্থানীয় হকারদের সঙ্গে যোগাযোগ করে ছড়িয়ে দিন। স্কুল, কলেজগুলির সামনে তা বিলি করতে দিন।
এগুলি করেও যদি স্টুডেন্ট না পান তাহলে সরাসরি অনলাইনে পৌঁছে যান। অনলাইনে ওয়েবসাইট করে নিলে অনলাইনেই পড়াতে পারবেন। একবারে প্রচুর টিউশন পাবেন।
এছাড়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ছড়িয়ে দিন, দরকারে বুস্ট করুন। স্টুডেন্ট পাবেনই।