18 April, 2024
BY- Aajtak Bangla
বাড়িতে ছুরি, কাঁচি দা, বটি সবই ব্যবহার করতে করতে ধার কমে আসে।
সব সময় দোকানে গিয়ে ধার করিয়ে আনা খুব ঝক্কির কাজ। ধার করানোর দোকান সহজে পাওয়াও যায় না।
তাই বাড়তি খরচ না করে বাড়িতেই ধার করে নিন।
বাড়িতে মাত্র দু'টি জিনিস ব্যবহার করে ছুরি-বটি-দা-কাঁচি ধার করতে পারেন।
রান্নাঘরে থাকা নুন দিয়ে ধার করতে পারেন।
প্রথমে নুন কড়াইতে শুকনো ভেজে নিন। মাত্র দু'চামচ নুন লাগবে।
এটি ৫ মিনিট ভেজে নিন। তারপর অন্য পাত্রে তুলে একটি শিরিষ কাগজ নিন।
শিরিষ কাগজে নুন লাগিয়ে ভাজ করে বটিতে জোরে ঘষতে থাকুন।
ধার তো হবেই সব মরচে উঠে নতুনের মতো চকচকেও হয়ে উঠবে। এতে মোটা ধরনের শিরিষ কাগজ লাগবে।