2nd October, 2024

BY- Aajtak Bangla

ডাবের ভিতরে জল আছে নাকি শাঁস? চিনবেন এক লক্ষণেই

ডাবের জল খাওয়ার মতো ভাল কিছু হতে পারে না৷ অনেক সময় হিট স্ট্রোক হলেও অনেকে ডাব খাওয়ার পরামর্শ দেন।

সোডিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক-সহ নানা খনিজে পরিপূর্ণ ডাবের জল।

তবে ডাবের জল খাওয়া শরীরের পক্ষে উপকারী হলেও ডাবের দাম দিন দিন বেড়েই চলেছে।

একটা বড় আকারের ডাবের দাম নেয় ৫০-৬০ টাকা।

ডাবের জলে ক্যালোরি কম। পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটস বেশি। শরীরে সোডিয়ামের মাত্রা বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ডাবের জল।

নিয়মিত পান করলে নিয়ন্ত্রিত হবে উচ্চ রক্তচাপ। কিডনিতে পাথর হওয়াও প্রতিহত করে এই ডাবের জল।

ডাবের জল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়া ডাবের জলের মধ্যে ভিটামিন সি রয়েছে।

এটি ত্বকের সংক্রমণ, ব্রণ ইত্যাদি ত্বকের সমস্যা দূর করতে সহায়ক।

অনেকেই বাজার থেকে ডাব কেনার সময় বুঝতে পারেন না কোনটিতে জলের পরিমাণ বেশি আর কোনটিতে শাঁস।

রং ধূসর হয়ে গেলে সেই ডাব এড়িয়ে চলাই ভাল। হলুদ ছোপ থাকলে সেই ডাবেও জল কম থাকতে পারে।