25 JANUARY 2025

BY- Aajtak Bangla

শীতে জমবে না নারকেল তেল, এই ৩ 'অব্যর্থ' ট্রিক শিখে রাখুন

যারা নারকেল তেল ব্যবহার করেন তারা সকলেই অভিযোগ করেন শীতে তেল জমে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ট্রিক শিখে নিন। আর কোনওদিন জমবে নারকেল তেল।

নারকেল তেল জমে গেলে তেলের বোতলটি হালকা গরম জলে ৫-১০ মিনিটের মধ্যে গলে যাবে। কিন্তু এটি রেখে দিলে আবার জমে যাবে।

তেল সবসময় চওড়া মুখের পাত্রে বা কাচের বোতলে ঢেলে রাখুন। তাহলে হাত দিয়েই তুলে নিতে পারবেন।

নারকেল তেল শক্ত হওয়া দূর করতে, এতে অলিভ অয়েল, বাদাম তেল বা সরষের তেল মিশিয়ে রাখুন। 

ড্রাইভাররা প্রতি বছর ১.২ লক্ষ-২.৮ লক্ষের মধ্যে আয় করেন।

এই তেলগুলি শীতকালে জমে না এবং নারকেল তেলের গুণমানও বজায় রাখে। এগুলি অল্প পরিমাণে মেশালে জমে যাওয়ার সমস্যা সমাধান করা যায়।

প্লাস্টিকের বোতলে নারকেল তেল রাখবেন না। কাচ বা ধাতব বোতলে তেল সংরক্ষণ করা নিরাপদ এবং দীর্ঘস্থায়ী।

তেল দ্রুত গলতে হলে হেয়ার ড্রায়ার দিয়ে বোতলে হালকা গরম করে নিন। গরম হাওয়ায় তেল গলতে শুরু করে।

নারকেল তেলের বোতল প্যানের কাছে, চায়ের গরম কেটলির কাছে বা রান্নাঘরের যেকোনও গরম জায়গায় রাখুন। 

তাপের সংস্পর্শে এলে তেল দ্রুত গলে যাবে এবং বরফ থেকেও সুরক্ষিত থাকবে।