BY- Aajtak Bangla
08 July, 2024
মিথ্যা বলার সময় মানুষের হাত থাকে পেছনে কিংবা হাত-পা গুটিয়ে রাখে, নয়তো নড়াচড়া কমিয়ে দেয়।
অনেক সময় ব্যক্তির হাসি খেয়াল করলেই বোঝা যায়, মিথ্যা বলছে কি না।
অট্টহাসি হেসে অনেক সময় মনের আসল অনুভূতি লুকিয়ে ফেলা সম্ভব। তাই ব্যক্তিটি কীভাবে হাসছে, সেটি খেয়াল করুন।
কথা বলার সময় মানুষের কণ্ঠস্বরের পরিবর্তন সাধারণত মিথ্যার ইঙ্গিত দেয়।
শ্বাসপ্রশ্বাস খুব দ্রুত বা খুব বেশি ধীর হয়ে গেলে কথাগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা কিংবা আশঙ্কাই বেশি।
কথা বলা বা প্রশ্ন শোনার সময় তার মুখের নড়াচড়া খেয়াল করুন। ভয়, বিরক্তি, রাগ ইত্যাদি যেসব অনুভূতি তিনি লুকানোর চেষ্টা করেন, আপনি হয়তো সেসব ধরে ফেলতে পারবেন।
যিনি কথা বলছেন, তাঁর গালে ফুটে ওঠা লাল আভা দেখলে সন্দেহ করতেই পারেন। কারণ, উদ্বেগের সময় মানুষের গাল লাল হয়ে যেতে পারে।