পুরনো জমা খবরের কাগজ বিক্রি করে দেন? কাজে লাগান এভাবে

20 MARCH 2025

BY- Aajtak Bangla

সংবাদপত্র পড়ার অভ্যাস এখন অনেকটাই চলে গেছে। ইন্টারনেটের এই যুগে সবাই অনলাইনেই বিভিন্ন খবরাখবর জানার চেষ্টা করেন।

সংবাদপত্র

তারপরও এখনো খবরের কাগজের জনপ্রিয়তা কমেনি। অনেকে বাড়িতে বা অফিসে সংবাদপত্র রাখা হয়।

কমেনি জনপ্রিয়তা

অনেকেই বাড়িতে খবরের কাগজ জমা হয়ে গেলে তা ফেলে দেন বা বিক্রি করে দেন। কিন্তু এবার থেকে এই কাজে লাগিয়ে ফেলুন।

ফেলে দেন

জানলা পরিষ্কার করার জন্য শুকনো কাপড় না ব্যবহার করে পুরনো খবরের কাগজ ব্যবহার করুন। বেশি পরিষ্কার হবে।

জানলা পরিষ্কার

 রান্নাঘরের তাকে খবরের কাগজ পেতে তার ওপর জিনিসপত্র রাখলে তাক তেলচিটে হয় না। তেলচিটে হয়ে গেলে খবরের কাগজ ফেলে দেওয়া যায়।

রান্নাঘরের তাক

পাউরুটি সেঁকা হয়ে গেলে গ্রিলের ওপর পোড়া টুকরো লেগে নোংরা হয়ে যায়। সেগুলো হয়তো পরিষ্কার করার সময় নেই। এমন হলে গ্রিল ঠাণ্ডা করুন। তারপর জল দিয়ে ধুয়ে খবরের কাগজ দিয়ে পরিষ্কার করে নিন।

গ্রিল পরিষ্কার

জানলার পাশাপাশি গাড়ির কাঁচও পরিষ্কার করতে পারেন খবরের কাগজ দিয়ে।

গাড়ির কাঁচ

এছাড়া জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ পেতে রাখতে পারেন।

জামাকাপড় রাখা