24 March, 2025
BY- Aajtak Bangla
কম-বেশি প্রায় সব বাড়িতেই ইঁদুরের উপদ্রব রয়েছে। বিশেষ করে রান্নাঘরে এই ইঁদুর ঢুকে পড়ে রোজই।
এই ইঁদুর খুবই ক্ষতিকর। আর যদি ইঁদুর রান্নাঘরে ঢুকে খাবার খেয়ে নেয় তাহলে সেই খাবার পেটে গেলে নানান রোগ হতে পারে।
এই ইঁদুরদের শায়েস্তা করতে বাজার চলতি বিষ, ইঁদুর মারার কল কিংবা আঠালো কাগজও ডাহা ফেল!
ঘরোয়া কিছু জিনিস দিয়েই ইঁদুর পালাবে সহজে। এক্ষেত্রে বাজার চলতি কোনও ওষুধই প্রয়োজন নেই।
ইঁদুর তাড়াতে পুদিনা পাতা বা পুদিনা অয়েল কিন্তু খুবই কার্যকর। পুদিনার গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। পুদিনা পাতা সেদ্ধ করে তাতে কর্পূর মিশিয়ে সেই জল ছড়িয়ে দিন। ইঁদুর পালাবে।
বাড়ির আশপাশে ফাঁকা জায়গা থাকলে, পুদিনা গাছ লাগিয়ে দিন। দেখবেন, ইঁদুর আপনার বাড়ির কাছেও ঘেঁষছে না।
ইঁদুর মারতে শুকনো গোবর বা ঘুঁটে খুবই কাজের। একবার যদি ইঁদুর ঘুঁটে খেয়ে ফেলে, তাহলে তার মৃত্যু আটকাতে পারবে না কেউই।
বাড়ির যে জায়গা থেকে ইঁদুর প্রবেশ করছে, সে সব জায়গায় গোলমরিচ ছড়িয়ে দিন। দেখবে গোলমরিচারে কড়া গন্ধে ইঁদুর পালাবে।
জলে ভিনিগার গুলে নিয়ে। তার সঙ্গে একটু নুন মিশিয়ে নিন। সেই ভিনিগার মেশানো জল ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। দেখবেন ইঁদুর পালাবে পাঁই পাঁই করে।