BY- Aajtak Bangla

স্নানের জলে মেশান এই জিনিস, ভাগ্য বদলে যাবে 

5 Jan, 2025

স্নানের সঙ্গেও জড়িত থাকে ভাগ্যের চাবিকাঠি। বার অনুযায়ী যদি স্নানের জলে উপযুক্ত জিনিস মেশানো যায় তাহলে সৌভাগ্যের দরজা প্রশস্ত হয়।

কোন বারে স্নানের জলে কী কী মেশাতে হবে আসুন জেনে নিই। সোমবার স্নানের জলে দুধ মেশালে ভালো ফল মেলে। ভাগ্য ভালো হয়। 

মঙ্গলবারে স্নানের জলে মেশান সামান্য কেশর। তারপর স্নান করুন। ভগবান সহায় হবেন। 

বুধবার স্নানের জলের জন্য উপযুক্ত জিনিস হল দু-তিনটে এলাচ। প্রতি সপ্তাহে করলে ভালো ফল মিলবে। 

বৃহস্পতিবার স্নানের জলে হলুদ মিশিয়ে নিন। পরিমাণে অল্প হলেও চলবে। তাতেই কাজ হবে। 

শুক্রবার হাল্কা গোলাপ জল মেশাতে পারেন জলে। কয়েক সপ্তাহে ভালো ফল পাবেন।

দাম্পত্য জীবনে অসুবিধে চললে এই গোলাপ জল খুব উপকারী। স্বামী-স্ত্রী উভয়ে ব্যবহার করতে পারেন।

শনিবার কালো তিল খুব উপকারী। স্নানের জলে কয়েকটা কালো তিল ফেলে দিন।

রবিবার স্নানের জলে দিন চন্দনের গুড়ো। এতে শরীরের অনেক উপকার হবে। আবার ভাগ্যও সহায় হবে।