BY- Aajtak Bangla
7th October, 2024
শাস্ত্রমতে তুলসী গাছ খুব পবিত্র। দেবদেবীর পুজোর সময় এই গাছেরও পুজো করা হয়।
তুলসী গাছে জল দেওয়া হয় নিয়মিত। তাতে বাড়ির কল্যাণ হয়। সমৃদ্ধি আসে।
তুলসী গাছে শুধু জল দিলেই হবে না। জল দেওয়ার সময় বা পুজো করার সময় মন্ত্রোচ্চারণও করতে হয়।
মন্ত্রোচ্চারণ করলে সুখ্যাতি আসে। আর্থিক বাধা দূর হয়ে যায়। বাড়িতে শান্তি ফিরে আসে।
সেই মন্ত্রটি হল ‘তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ন তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল।’
তুলসী গাছ বাড়ির বারান্দায় রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখা উচিত।
তুলসী গাছের গায়ে যেন রৌদ্র লাগে সেভাবে গাছ রাখতে হবে। শালগ্রাম শিলার উপর তুলসির টব রাখলে ভালো।
তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয়।
তবে তুলসীর চারা কখনও সরাসরি মাটিতে লাগাবেন না। কোনও পাত্র বা টবে লাগান। তুলসীর চারা মাটিতে লাগানো অশুভ।