25 DECEMBER, 2024

BY- Aajtak Bangla

তুলসী মঞ্জরি দিয়ে করুন এই কাজ, হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

হিন্দু ধর্মে তুলসীকে মা লক্ষ্মীর সমতুল্য মনে করা হয়। তুলসী গাছে সম্পদের দেবী লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করেন বলে বিশ্বাস আছে।

  আজ আমরা আপনাদের বলি তুলসীতে পাওয়া মঞ্জরীর এমনই কিছু ঐশ্বরিক প্রতিকার, যা ব্যবহারে ধন-সম্পদ বৃদ্ধি পায়।

মঞ্জরী কী? তুলসী পাতার মাঝে মঞ্জরী বের হয়। এমন বিশ্বাস আছে যে তুলসী গাছে ফুল উঠলে তা অপসারণ করা উচিত। এতে তুলসীর ভার কমে যায়।

তুলসী পাতা খুলে কিছু বিশেষ ব্যবস্থা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সম্পদ বৃদ্ধি পায়।

১. কথিত আছে যে তুলসী শ্রী হরি ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাই শ্রী হরিকে তার মঞ্জরি নিবেদন করলে মোক্ষ লাভ হয়।

২. বাড়িতে অশান্তি হলে তুলসী পাতা গঙ্গা জলে মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। এতে ঘরে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়।

৩. আর্থিক সমস্যার জন্য প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে মঞ্জরী নিবেদন করুন। যারা এই ব্যবস্থা গ্রহণ করেন তাদের বাড়িতে কখনও অর্থের অভাব হয় না।

৪. লাল রঙের কাপড়ে মঞ্জরী মুড়িয়ে নিরাপদে বা টাকার জায়গায় রাখলে বাড়ির আর্থিক অবস্থারও উন্নতি হয়।