BY- Aajtak Bangla
19 Feb
বাঙালি হিন্দু গৃহস্থের বাড়িতে তুলসী গাছ থাকে। এই গাছ রাখা শুভ। পরিবারের সবার মঙ্গল করে এই গাছ।
তুলসী গাছ থাকলে বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। তাতে আর্থিক শ্রীবৃদ্ধি হয়ে থাকে।
তবে তুলসী গাছ বাড়িতে রাখলেই হবে না। বেশ কতগুলো নিয়ম আছে, সেগুলোও মানতে হবে। না হলে হিতে বিপরীত হবে।
তুলসী গাছ বাড়িতে শুকিয়ে গেলে কখনও সেই গাছ বাড়িতে রাখবেন না। ফেলে দেবেন। ।
শুকিয়ে যাওয়া তুলসী গাছ ক্ষতি করে। বাড়িতে লক্ষ্মীদেবীকে আসতে দেয় না।
বাড়িতে তুলসী গাছ বা পাতা ভুলেও পোড়াবেন না। এখানে সেখানে গাছের পাতা ফেলবেন না। . .
তুলসী পাতা সব সময় শুদ্ধ হাতে ও শুদ্ধ বস্ত্রে তুলতে হয়। কখনও নোংরা জামাকাপড়ে তুলসী তুলতে নেই। . .
তুলসী পাতা কোনওসময় খারাপ জায়গায় ফেলতে নেই। পুজোর তুলসী ফুল নদীতে ভাসিয়ে দিন।