19 November, 2023

BY- Aajtak Bangla

এক টুকরো তুলসীর শিকড় করবে মালামাল, রইল উপায়

তুলসীর শিকড়ের ফলে অশুভ শক্তির বিনাশ হয়। 

শাস্ত্র অনুসারে তুলসী গাছ খুব শুভ, তাই প্রতি বাড়িতে এই গাছ থাকা উচিত। 

কোনও ব্যক্তির নবগ্রহে দোষ থাকলে তুলসীর শিকড় পরা উচিত। 

মানা হয় শিকড়ে বিষ্ণু বাস করেন।

শিকড় ব্যক্তির জীবনে উন্নতি ও সমৃদ্ধি নিয়ে আসে। 

প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছে লক্ষ্মীর বাস বলে মানা হয়।

তুলসীর শিকড়ের মালা পড়লে পাবেন মানসিক শান্তি।

তুলসীর শিকড়ের মালা পড়লে আসবে গৃহে ধন।

তুলসীর গাছ বাড়িতে রাখলে কাজে পাবেন সাফল্য।