26 May, 2023

BY- Aajtak Bangla

টাকায় ভরবে পকেট, শুধু তুলসীতে করতে হবে এই কাজ

বাস্তুশাস্ত্র অনুসারে তুলসীর পুজোতে কিছু বিশেষ নিয়ম রয়েছে।

এই নিয়ম মেনে পুজো করলে শীঘ্রই প্রসন্ন হন দেবী লক্ষ্মী।

এটাও বলা হয় তুলসীকে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়।

সম্ভব হলে তুলসীতে জল দেওয়ার সময় এমন পোশাক পরুন যাতে তাতে কোনও সেলাই করা হয়নি।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই সবের সঙ্গে তুলসীকে জল দেওয়ার সময় যদি আরও একটি কাজ করেন তবে দেবী লক্ষ্মী শীঘ্রই খুশি হবেন।

তুলসীতে জল দেওয়ার সময় 'ওম সুভদ্রায় নমঃ' মন্ত্র ১১ বা ২১ বার জপ করুন।

কথিত আছে তুলসীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি জপ করলে ঘরে সুখ-সমৃদ্ধি থাকে, আর্থিক অনটন দূর হয়।

তবে মনে রাখবেন রবিবারে তুলসীতে জল নিবেদন করবেন না। এই দিনে তুলসী পাতাও খুলে ফেলবেন না।