ঘরের ৫ জায়গায় ভুলেও নয় তুলসী গাছ, রুষ্ট হন লক্ষ্মী

12 May, 2023

BY- Aajtak Bangla

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। লোকবিশ্বাস, যে বাড়িতে তুলসী গাছ থাকে, কখনও ধন-সম্পদ ও সমৃদ্ধির অভাব হয় না। 

বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছ ঘরে রাখলে ইতিবাচক শক্তি আসে। বাস্তুতে তুলসী গাছ লাগানোর একাধিক নিয়ম আছে। 

এই নিয়ম অনুযায়ী ঘরের বেশ কয়েকটি জায়গায় তুলসী গাছ রাখা নিষিদ্ধ। এতে হিতে বিপরীত হয়। 

বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে ঘরে। নেতিবাচক ভাবনা থাকে না। ঘরে থাকে সুখ ও শান্তি। পরিবার সমৃদ্ধি।

বাস্তু মতে, তুলসী গাছ ছাদে রাখা উচিত নয়। ঘরের সদস্যদের কোষ্ঠীতে বুধের অবস্থান দুর্বল হয়ে পড়ে। বাড়ে বাস্তুদোষ। কাজে বাধা।

তুলসী গাছ দক্ষিণ দিকে রাখা উচিত নয়। কারণ এই দিকটিকে যম এবং পূর্বপুরুষের বলে মনে করা হয়। দক্ষিণ দিকে গাছ রাখলে অশুভ ফল মেলে।

তুলসী গাছকে কখনও বেসমেন্টে রাখা উচিত নয়। পরিবারে সুখ থাকে না।

তুলসী গাছ সবসময় ঘরের খোলা জায়গায় রাখুন। সবসময় অন্ধকার থাকে এমন জায়গায় রাখবেন না। তুলসী রাখলে অর্থহানি হয়।

তুলসী গাছ কখনও শিবের কাছে রাখা উচিত নয়। শিবলিঙ্গকে তুলসী পাত্রে রাখা উচিত নয়। এটি অশুভ ফল দেয়। এর সঙ্গে মা লক্ষ্মীও ক্রুদ্ধ হন।