BY- Aajtak Bangla
3 September 2024
হলুদ খুবই উপকারী সামগ্রী। রান্না তো বটেই আমাদের রোজকার জীবনেও হলুদ নানা কাজে লাগে।
আবার হলুদের উপকারিতাও অনেক। হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে। গায়ে হলুদ মাখলে নানা সংক্রমণ দূর হয়।
হলুদ বেটে মুখে লাগালে ত্বকের জেল্লাও ফেরে। এই হলুদ ভাগ্যও ফেরাতে পারে। কীভাবে?
জ্যোতিষ মতে, হলুদ অত্যন্ত পবিত্র। ঠিকমতো হলুদ ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায়। .
জ্যোতিষ মতে, রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে হলুদ রেখে দিন। পরের দিন সকাল থেকে দেখবেন জীবন বদলাচ্ছে।
বালিশের নীচে হলুদ রেখে ঘুমোলে নতুন চাকরি পেতে পারেন। ।
ব্যবসায়ীরাও এই টোটকা মেনে চলতে পারেন। তা হলে সাফল্যও পাবেন। ।
বালিশের নীচে হলুদ রেখে ঘুমোলে আর্থিক উন্নতি হবে। সব কাজে সাফল্য পাবেন।