4 Janury, 2025

BY- Aajtak Bangla

প্রেম করার পার্টনার পাচ্ছেন না? স্নানের জলে দিন এই জিনিস দিলেই খেলা হবে

অনেকেই সিঙ্গল। মিঙ্গল হতে চান? অথচ কেউ নেই। কী করবেন?

আবার অনেকে বিয়ের জন্য সুপাত্র বা সুপাত্রী পাচ্ছেন না। জ্যোতিষে এর প্রতিকার রয়েছে। 

স্নানের জলে মেশাতে হবে রান্নাঘরের এই মশলার এক চিমটি। তাতেই হবে কাজ। এছাড়া শুক্রদেবকে প্রসন্ন করতেও কয়েকটি উপায় করতে হবে। কী?

স্নান করার সময় বালতিতে মিশিয়ে দিন এক চিমটে হলুদ। স্নান করুন সেই জলে। কদিন পর ফল পাবেন?

মনে রাখবেন জল যেন সম্পূর্ণ হলুদ না হয়ে যায়। এতে শুধু আধ চা চামচ হলুদ দিন।

টানা এক মাস এই জলে স্নান করলে  দাম্পত্য জীবনের সব বাধা কেটে যাবে। আর কী উপকার?

হলুদ জলে স্নান করলে আর্থিক সমস্যাও দূর হয়। ব্যয়ের চেয়ে বাড়ে আয়।

বৃহস্পতি গ্রহ হল প্রেম, বিবাহ এবং রোম্যান্সের অধিপতি। হলুদ তাঁর পছন্দের। এতে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান মজবুত হয়।

এছাড়া নিয়মিত পারফিউম ব্যবহার করুন। ভালো পোশাক পরুন। এতে মজবুত হয় শুক্র।

শুক্রের কৃপা পেতে নিয়মিত পরিষ্কারপরিচ্ছন্ন রাখুন। একটু দামি জিনিসপত্র কিনুন। তাহলেই শুক্রের কৃপা পাবেন।