18 July, 2024

BY- Aajtak Bangla

রং না করিয়েও চুল হবে কুচকুচে কালো, গোপন  ট্রিকস  

চুলে রং করাচ্ছেন। অথচ মাত্র কয়েকদিন পরই সাদা চুল উঁকি দিচ্ছে? হাজার চেষ্টাতেও সমাধান করতে পারছেন না? 

সমাধান রয়েছে হাতের মুঠোতেই। সেজন্য লাগবে রান্নাঘরের একটামাত্র মশলা। সেই মশলাতেই মুশকিল আসান। 

চুলে রং না করিয়ে হলুদ মাখা শুরু করুন। তাহলেই আর রং করতে হবে না। সেক্ষেত্রে খরচও কমবে।

আমলকির সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে তা যদি চুলে লাগানো হয় তাহলে চুলের রং কালো হবে।

আমলকি চুলকে শুধু কালো করে তা নয়, চুলকে গোড়া থেকে শক্ত করে। তাই চুল পড়ে না। 

নারকেল তেল গরম করে তার সঙ্গে হলুদ মিশিয়ে মাথায় লাগালে চুল কালো হয়। 

তেল ভালো করে গরম করে তার সঙ্গে হলুদ মিশিয়ে মাথায় লাগান। ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু লাগিয়ে নিন। 

হলুদের সঙ্গে অলিভ ওয়েল মিশিয়ে তা চুলে লাগালেও তা সাদা চুল কালো করে। 

এই মিশ্রণটি চুলের গোড়া ভাল করে মাখুন। সপ্তাহে একবার এই টোটকার সাহায্য নিলে চুল কালো থাকবে আজীবন।