23 November 2023

BY- Aajtak Bangla

টবে ২০ দিনে ফলবে হলুদ, বছরভর খেয়ে ফুরোতে পারবেন না 

সব রান্নায় প্রয়োজন পরে হলুদের।

এছাড়াও হলুদের উপকারিতা অনেক, টবেই ফলাতে পারেন হলুদ।

বাড়ির টবে লাগাতে পারেন হলুদ গাছ, এই উপায়ে-

আদ্র মাটিতে হলুদের গোঁড়া লাগাতে হবে।

এমন জায়গার টব বসান যেখানে সূর্যালোক পাওয়া যায়।

এই গাছের জন্য প্রয়োজন উষ্ণ তাপমাত্রা, সেদিকে খেয়াল রাখবেন। 

গাছের বৃদ্ধির জন্য দিতে পারেন সার।

মাঝে মাঝে জল দিন তবে সেই জল যাতে জমে না যায় মাটিতে। 

সঠিক পদ্বতিতে চাষ করলে ২০ দিন থেকে ৩ মাসের মধ্যে ফল পাবেন। 

how to grow turmeric plant

 পেশিকে শক্ত করতে ও শরীরে রোগ প্রতিরোধ করতে উপকারী ছানার জল।

রুটি বানানোর সময় ছানার জলে আটা মাখতে পারেন।

যে কোনও ফলের রসের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন ছানার জল।