BY- Aajtak Bangla

বাজারে অ্যাপাচের নতুন কম্পিটিশন, ৬০ হাজার টাকা কমে এল এই বাইক

27 January 2025

হাঙ্গেরির টু-হুইলার সংস্থা Keeway ভারতের বাজারে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে। আর সেই চেষ্টায় তাদের নতুন সংযোজন K300 SF স্ট্রিট ফাইটার বাইক। 

উল্লেখযোগ্য বিষয়টি হল, বাজারে অন্য ৩০০ সিসির বাইকের তুলনায় কম দাম এই মডেলের। বাইকের ইন্ট্রোডাক্টরি দাম ১.৬৯ লক্ষ টাকা(এক্স-শোরুম)।

সংস্থা জানিয়েছে, আপাতত প্রথম ১০০ জন ক্রেতাকেই এই ইন্ট্রোডাক্টরি প্রাইস দেওয়া হবে। ইতিমধ্যেই বাজারে K300N আছে। তারই আপগ্রেডেড ভার্সান এটি।

এই কনফিগারেশন সেগমেন্টে অ্যাপাচে সবচেয়ে বড় কম্পিটিশন। আর তার থেকে এর দাম অনেকটাই কম রেখেছে Keeway। 

Keeway K300 SF-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন-সহ অন্য সব কম্পোনেন্ট আগের মডেলের মতোই আছে। রয়েছে LED লাইট এবং ডিজিটাল কনসোল। 

থাকছে ২৯২.৪ সিসি পাওয়ারের সিঙ্গেল সিলিন্ডার লিক্যুইড কুলড ইঞ্জিন। এটি ২৭.১ hp পাওয়ার এবং ২৫ Nm টর্ক জেনারেট করে।

আগের থেকে এবারের মডেলে ইঞ্জিন আরও বেশি ফাইন টিউন করা হয়েছে। থাকছে স্লিপার ক্লাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স। এছাড়া ১৭ ইঞ্চি অ্যালয় হুইলও রয়েছে।

বাইকের সামনের দিকে আপ-সাইড ডাউন(USD) ফর্ক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার পাবেন।

লাল, কালো এবং সাদা রঙের অপশন পাবেন। এই সেগমেন্টে TVS অ্যাপাচে ছাড়াও KTM Duke এই বাইকের মূল কম্পিটিশন।