17 September, 2024

BY- Aajtak Bangla

TVS-এর ফুল ফর্ম কী? বাইকপ্রেমীরাও বলতে পারবেন না

অনেকেই TVS-এর বাইক, স্কুটার চালান। আজ আপনাদের এই কোম্পানির সম্পর্কে অবাক করা তথ্য দেব।

ভারতের তৃতীয় বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক TVS .

TVS-এর প্রতিষ্ঠাতা টি.ভি. সুন্দরম আয়েঙ্গার। ১৯৭৮ সালে এর প্রতিষ্ঠা করেন। তাঁর নামের শর্ট ফর্মই TVS।  থিরুক্কুরুঙ্গুডি ভেঙ্গরাম সুন্দরম।

TVS-এর প্রথম যান ছিল TVS 50। ১৯৮০ সালে লঞ্চ হয় এই মোপেড।

টিভিএস মোটর কোম্পানির লোগোতে একটি লাল ঘোড়া রয়েছে।  এই ঘোড়ার অর্থ, এগিয়ে চলা, স্বপ্নপূরণের দৌড় ও গতি।

শুধু ভারত নয়, ৬০টি দেশে বাইক রফতানি করে TVS। ভারতীয় কোম্পানি হিসাবে যা সত্যিই গর্বের। 

TVS এখন ইলেকট্রিক বাহনের বাজারেও ঢুকছে। তাদের ইলেকট্রিক স্কুটারের নাম 'টিভিএস আইকিউব'।

TVS-এর আলাদা রেসিং টিম আছে। টিভিএস-এর হারিথ নোয়াহ প্রথম ভারতীয়, যিনি বিখ্যাত ডাকার ব়্যালির একটি স্টেজে জিতেছেন।

TVS-এর সবচেয়ে দামি বাইক Apache RR310। দাম ২.৭৫ লক্ষ টাকা(এক্স-শোরুম)।