2 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে খিদে পেয়ে গেছে। ভাবছেন সকলের জন্য পিৎজা অর্ডার করবেন। সকলের উদরপূর্তির কথা ভেবে হয়তো মনস্থির করলেন যে, একটা বড় পিৎজার বদলে দু’টি মাঝারি আকারের পিৎজা অর্ডার করলে পরিমাণেও বেশি হবে, আর ভাগ করে খেতেও সুবিধা হবে।
কিন্তু অঙ্কের হিসাব যে উল্টো কথাই বলছে, তা জানেন কি? মাঝারি আকারের দু’টি পিৎজার থেকে একটি বড় পিৎজা কেনাই লাভজনক।
ধরুন একটা ফ্যামিলি প্যাক পিৎজা অর্ডার করে বসে আছেন আপনি। এখানে জানিয়ে রাখি, ফ্যামিলি প্যাক পিৎজা হয় ১২ স্লাইস। এর ব্যাসার্ধ ৬ ইঞ্চি। এ ছাড়া মিডিয়াম ও ছোট আকারের পিৎজা পাওয়া যায়। মিডিয়ামটার ব্যাসার্ধ হয় ৪ ইঞ্চি। ওটায় মোট ৮ স্লাইস হয়।
পিৎজা বৃত্তাকার। সুতরাং, একটু অঙ্ক কষে দেখা যাক। বৃত্তের ক্ষেত্রফল πr2। মানে পাই × পিৎজার ক্ষেত্রফল। তাহলে ৮ স্লাইসের পিৎজা যেহেতু ৪ ইঞ্চির, অর্থাৎ ক্ষেত্রফল = ৩.১৪১৬ × ৪২ = ৩.১৪১৬ × ১৬ = ৫০.২৬৫।
যেহেতু ছোট পিৎজা দুটি, তাই ৫০.২৬৫ × ২ = ১০০.৫৩১২ বর্গ ইঞ্চি। এবার বড় পিজ্জার হিসাব করি। ৬ ইঞ্চি পিজ্জার ক্ষেত্রফল হবে ৩.১৪১৬ × ৬২ = ৩.১৪১৬ × ৩৬ = ১১৩.০৯৭ বর্গ ইঞ্চি।
তাহলে দেখা যাচ্ছে, অঙ্কের হিসেবে বড় একটা পিৎজা খাওয়াই লাভজনক। প্রায় সাড়ে ১২ বর্গ ইঞ্চি বেশি পাওয়া যায়।
এটা শুধু গাণিতিক হিসাব। তবে পিৎজার ক্রাস্ট ও পাশের রুটি মতন অংশটা, টপিংস বা ওপরে যা দেওয়া হয়, বাস্তবে হিসাব করতে হবে এরকম অনেক কিছু মিলিয়ে।
তবে এখান থেকে একটা বিষয় তো বুঝতেই পারছেন, অঙ্ক শুধু পরীক্ষার খাতায় নয়, বাস্তব জীবনেও কাজে লাগে।