BY- Aajtak Bangla
7 May 2025
আমাদের চারপাশে যেসব পাখি সাধারণত দেখা যায়, তার মধ্যে অন্যতম হল শালিক পাখি।
অনেক সময় ঘরের জানলা, ছাদ বা বারান্দায় শালিক পাখি এসে বসে।
ঘরে জোড়া শালিক বসলে কিসের ইঙ্গিত, দেখলে কী হয়...
বিশ্বাস করা হয় যে, ১টি শালিক পাখি দেখা নাকি অশুভ। এতে দিন খারাপ যায়।
তবে ১টা শালিক দেখলে দিন খারাপ যায়, এটা নেহাতই প্রচলিত বিশ্বাস।
আবার, জোড়া শালিক দেখা শুভ বলে মনে করা হয়।
জোড়া শালিকের অর্থ দুটো শালিক নয় কিন্তু। একটা পুরুষ ও অন্যটি মহিলা।