BY- Aajtak Bangla

জোড়া শালিক ঘরে এলে এসব ঘটে, কিসের ইঙ্গিত, জানুন

29 APRIL, 2025

আমাদের চারপাশে যেসব পাখি সাধারণত দেখা যায়, তার মধ্যে অন্যতম হল শালিক পাখি।

শালিক

অনেক সময় ঘরের জানলা, ছাদ বা বারান্দায় শালিক পাখি এসে বসে।

ঘরে শালিক

ঘরে জোড়া শালিক বসলে কিসের ইঙ্গিত, দেখলে কী হয়...

জোড়া শালিক

বিশ্বাস করা হয় যে, ১টি শালিক পাখি দেখা নাকি অশুভ। এতে দিন খারাপ যায়।

অশুভ

তবে ১টা শালিক দেখলে দিন খারাপ যায়, এটা নেহাতই প্রচলিত বিশ্বাস।

১টা শালিক

 আবার, জোড়া শালিক দেখা শুভ বলে মনে করা হয়। 

শুভ

জোড়া শালিকের অর্থ দুটো শালিক নয় কিন্তু। একটা পুরুষ ও অন্যটি মহিলা।  

জোড়া শালিক