22 May, 2025

BY- Aajtak Bangla

জোড়া সাপ দেখলেন রাস্তায় বা স্বপ্নে, কীসের ইঙ্গিত?

সাপ নিয়ে রয়েছে নানা ধরনের লোককথা। স্বপ্নে সাপ দেখলেও তার একটা মানে আছে।

 রাস্তায় বা ঝোপেঝাড়ে দেখা মেলে জোড়া সাপের। জোড়া সাপ দেখা কি শুভ না অশুভ?

সনাতন ধর্মে পূজিত হয় সাপ। সর্পদেবী মনসার পুজো হয় বাংলায়। এছাড়া শিবের গলায় জড়িয়ে থাকে সাপ। 

রাস্তায় জোড়া সাপ দেখা খুবই শুভ। বলা হয়, এতে সমৃদ্ধি লাভ হয়। জোড়া সাপ দেখলে তাই প্রসন্ন হোন। 

শাস্ত্র মতে, স্বপ্নে জোড়া সাপ দেখার অর্থ, আপনার মনের ভিতরে দ্বন্দ্ব চলছে। কোনও বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

এমনিতেই সাপের স্বপ্ন দেখা শুভ। সাপের স্বপ্ন সমৃদ্ধি ও ধনলাভের পূর্বাভাস দেয়। 

তবে স্বপ্নে একাধিক সাপ দেখা অশুভ। এর অর্থ আপনি সমস্যায় জর্জরিত হতে চলেছেন।  

স্বপ্নে সাপ কামড়ানোর অর্থ আপনি কোনও বিষয় সমাধান করতে পারছেন না। 

স্বপ্নে কালো সাপ দেখার অর্থ, আপনি কোনও কিছুর ভয়ে আছেন। 

স্বপ্নে সাপ জড়িয়ে থাকার অর্থ, আপনার জীবনে বিশেষ কেউ রয়েছেন। এছাড়া আকাঙ্ক্ষার কথাও বোঝায়।