BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
16 June 2025
প্রতিটি মানুষই জীবনে একাধিকবার ছাতা হারিয়েছেন। কেউ যতই সতর্ক হন না কেন, একবার না একবার ছাতা হারাবেনই।
পৃথিবীতে যদি প্রতিটি হারানো জিনিসের মিসিং ডায়েরি করা হত, তবে তাতে ছাতার নামই থাকত সবচেয়ে বেশি।
এর জবাব মিলতে পারে বিজ্ঞানে। আপনার মনকেই এমনভাবে তৈরি করতে হবে, যাতে আর জীবনে একটিও ছাতা না হারায়।
মনোবিদরা বলছেন, মানুষ তখনই কোনও বস্তু হারিয়ে ফেলে, যখন তার কোনও মূল্য থাকে না। বৃষ্টি না পড়লে ছাতারও কোনও মূল্য থাকে না।
এর থেকে মুক্তি একটি উপায় হল, খুব ভাল মানের, সুন্দর ও দামি ছাতা কেনা।
আঁতকে উঠলেন? ভাবছেন, যে জিনিস হারায় তাতে এত খরচ করে লাভ কী! আসলে এই মানসিকতা থেকেই বের হতে হবে।
আপনি যদি পছন্দের কোনও ডিজাইনে, দামি ছাতা কেনেন, তবে তার কথা এত সহজে ভুলে যাবেন না।
না, এর জন্য আপনাকে ২-৩ হাজার টাকার ছাতাও কিনতে হবে না। তবে পরের বার অন্তত ৫০০ টাকার আশেপাশের দামের ফোল্ডিং ছাতা কিনুন।
দেখবেন সেই ছাতার কথা মাথায় থাকবে। দীর্ঘমেয়াদে এতে টাকা বাঁচবে।
ছাতা কখনও নামিয়ে পাশের কোথাও রাখবেন না। কোলে রেখে দিন। অথবা ছাতার ফিতে ঘড়ি, বেল্ট, ব্যাগ বা পকেটে গুঁজে রাখতে পারেন।
আবার কারও বাড়ি গেলেন। সেখানে গিয়ে প্রবেশপথ থেকে দেখা যাবে, এমন স্থানেই ছাতা খুলে শুকোতে দিন।