13 April, 2024

BY- Aajtak Bangla

আপনি হারালেও ছাতা হারাবে না, টিপস জেনে রাখুন; খুব কাজে লাগবে

খুব কম মানুষই আছেন যারা জীবনে একবার হলেও ছাতা হারাননি। 

অগুণতি মানুষ বাসে, ট্রামে, অটোতে, দোকানে ছাতা হারিয়ে আসেন।

এরা কিছু বিষয় মাথায় রাখলে আর ছাতা হারাবে না।

গরমে এমনিতেও সকলেরই ছাতার ব্যবহার বাড়বে। কী করলে ছাতা কোনওদিন হারাবে না? রইল টিপস।

মনোবিজ্ঞানের কিছু বিষয় মেনে চললে ছাতা আর হারাবে না।

সবার আগে ছাতা কিনলে একটু দামি কিনুন। ভাল দেখতে দামি ছাতা হলে সেটা আপনি কখনওই হারাতে চাইবেন না। ফলে ছাতার কথা মনে থাকবে।

ছাতা হাত থেকে কোথাও নামিয়ে রাখবেন না। দরকার হলে কোলে রাখুন। 

সবসময় সঙ্গে ব্যাগ রাখুন ছাতা। বন্ধ করলে সঙ্গে সঙ্গে ব্যাগে ঢোকান।

ছাতার ফিতে ঘড়ি, বেল্ট, ব্যাগ বা পকেটে গুঁজে রাখতে পারেন। হাতেও জড়িয়ে রাখতে পারেন।

ছাতা সবসময় উজ্জ্বল রঙের কিনুন।

এছাড়াও, নিজের মনকেই এমনভাবে তৈরি করুন যাতে আর জীবনে একটিও ছাতা না হারায়।