BY- Aajtak Bangla

বগলের লোম তুললে এই উপকার হয়, জেনে রাখুন 

10 October 2024

গরম মানেই ঘাম। আর ঘাম মানেই দুর্গন্ধ। 

গরমে ঘামের গন্ধে নাজেহাল অবস্থা হয়। সুগন্ধী ব্যবহার করলেও স্থায়ী সমাধান হয় না।

গরমে বগলে ঘামের গন্ধ নিয়ে বিপাকে পড়েন পুরুষরা।

অনেক পুরুষউ ডিও, পারফিউম ব্যবহার করেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সুগন্ধী স্থায়ী হয় না। 

গরমে ঘামের দুর্গন্ধ দূর করতে পুরুষদেরও কি বগলের লোম তোলা উচিত?

বিশেষজ্ঞদের মতে, গরমে পুরুষদেরও বগলের লোম তোলা উচিত। বগল পরিষ্কার রাখা উচিত। 

বগলে লোম না থাকলে এবং পরিষ্কার রাখলে ঘামের গন্ধ থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। 

বগলে লেবু ঘষলেও ঘামের গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়।