BY- Aajtak Bangla
17 APRIL, 2025
বহু মহিলার বগলেই কালো দাগ থাকে। যার জেরে স্লিভলেস পোশাক পরতে লজ্জা পান অনেকে।
বগলের কালো দাগ তোলার জন্য অনেক মহিলাই পার্লারে জানা কিংবা নানা ক্রিম লাগান। তবে ফল দীর্ঘস্থায়ী হয় না।
তবে ঘরোয়া উপায়েই বগলের বিচ্ছিরি কালো দাগ উঠে যাবে...
বিশেষজ্ঞদের মতে, বগলের কালো দাগ দূর করার জন্য আলু খুবই কার্যকরী।
দাগছোপ দূর করতে খুব সাহায্য করে আলুর রস।
কয়েক ফালি আলু বেটে তার রস বার করে নিয়ে তা ভিনিগারে মেশান।
এবার ওই মিশ্রণ বগলে লাগালে ঝকঝকে হয়ে যাবে।
এছাড়া লেবুর রসও বগলে লাগালে উপকার পাবেন।