BY- Aajtak Bangla
28 NOVEMBER, 2024
কানের কাছে মশার প্যানপ্যানানি খুবই বিরক্তিকর। কিন্তু জানেন কেন কানের কাছেই ঘুরতে থাকে মশা?
বিশেষজ্ঞরা বলছেন, মশার এমন উপদ্রব স্থান, কাল, পাত্র নির্বিশেষে সব জায়গাতেই দেখা যায়।
তবে অন্য সব স্থানের চেয়ে মানুষের কানের কাছেই মশা বেশি ঘোরে।
বিজ্ঞানীরা মনে করেন, কানের প্রতি মশার আলাদা কোনও আকর্ষণ নেই।
তবে বেশি কার্বন ডাই অক্সাইড অনুভব করার কারণে তারা উড়তে উড়তে কানের কাছে চলে আসে।
কানের সামনে এসে মশা যে গান শুরু করে, অনেকেই মনে করে এটা মশার মুখের আওয়াজ।
আসলে তা নয়। এই আওয়াজ মূলত ডানা ঝাপটানোর আওয়াজ। মশারা ৩ সেকেন্ডে প্রায় ৯০ হাজার বার ডানা ঝাপটায়।
আর এই একটানা ডানা ঝাপটানোর শব্দকেই আমরা মনে করি মশার অসহনীয় গান।
সাধারণত স্ত্রী মশার ডানার শব্দই আমরা শুনতে পাই। কারণ, পুরুষ ও স্ত্রী মশার জীবনধারণে বড় ধরনের পার্থক্য আছে।