BY- Aajtak Bangla

এমা! নাকের ভেতর চুল, ছাঁটাই করার ঘরোয়া উপায়

10th September,  2024

অনেকেরই মুখ তথা শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত রোম দেখতে পাওয়া যায়। সেরকমই নাকের লোমও আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে।

নাকের লোম হলে তা হা হুতাশ না করে কয়েকটি দ্রুত ও সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন।

নাক থেকে চুল অপসারণ করার রইল কিছু সহজ পদ্ধতি। তবে মানতে হবে সতর্কতাও।

খুব সাবধানে নাকের ভেতরে থাকা চুল কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। তবে খুব সাবধানে এবং ছোট কাঁচি দিয়ে করবেন।

বাজারে এখন অনেক ধরনের ট্রিমার কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে নাকের লোম আপনি ছাটাই করতে পারেন।

নাকের লোম তুলতে ট্যুইজার ব্যবহার করতে পারেন। এটি একটু সময়সাপেক্ষ। সামান্য ব্যথা হতে পারে।

লেজার পদ্ধতিতে সহজেই তুলে নিতে পারেন নাকের অবাঞ্ছিত চুল।

নাকের চুল পরিষ্কারের জন্য ভুলেও ওয়াক্সের ব্যবহার করবেন না।

হেয়ার রিমুভার জাতীয় ক্রিমও ব্যবহার করা যাবে না। বরং ছোট কোনও কাঁচি দিয়ে আস্তে আস্তে ছেঁটে নিতে পারেন।