BY- Aajtak Bangla
23 APRIL, 2025
বয়স বাড়ার সঙ্গে চুলের নানা সমস্যায় পড়েন অনেকে।
কারও অল্প বয়সে চুল পড়ে যায়। আবার কেউ পাকা চুলের সমস্যায় ভোগেন।
চুল পড়া ঠেকাতে এবং কালো চুল পেতে অনেকে নাা রকমের রূপচর্চা করেন।
তবে ঘরোয়া পদ্ধতিতেই পেতে পারেন কালো চুল। লাগবে জোয়ান।
বিশেষজ্ঞদের মতে, চুলের সমস্যা দূর করতে জোয়ান খুবই উপযোগী।
জোয়ানে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্য়ান্টি-অক্সিডেন্ট, যা চুলের গোড়া মজবুত করে।
চুলে কীভাবে জোয়ান লাগাবেন, জেনে নিন পদ্ধতি...
নারকেল তেলে জোয়ান নিয়ে ফুটিয়ে নিন। তারপরে ঠান্ডা করে ছেঁকে স্ক্যাল্পে মালিশ করুন। তারপরে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন, উপকার পাবেন।
জলে জোয়ান মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে ছেঁকে ওই জল দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। তাতেই ফল পাবেন।