BY- Aajtak Bangla
26 APRIL, 2025
মুখ চকচক করবে, এতো সকলেই চান। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়।
চামড়া কুঁচকে গেলে চেহারায় বয়সের ছাপ পড়ে। তাই মুখের ত্বক মসৃণ এবং উজ্জ্বল করতে নানা প্রসাধনী মাখেন অনেকে।
কেউ নিয়মিত ফেশিয়াল করান। তবে তার ফল দীর্ঘমেয়াদী হয় না।
ঘরে কয়েকটি উপাদান দিয়েই পেতে পারেন কোরিয়ান গ্লাস স্কিন। একেবারে ঝকঝক করবে। কীভাবে?
চাল ধোওয়া জলে মেশাতে হবে অ্যালোভেরা বা অ্যালোভেোরা জেল।
লাগবে ভিটামিন ই ক্যাপসুল এবং অলিভ ওয়েল।
তারপরে ৪টি উপাদান ভাল করে মিশিয়ে একটি পাত্রে ভরে ফ্রিজে সারা রাত রেখে দিন।
এবার ওই মিশ্রণটি ভাল করে মুখে লাগান। দেখবেন কয়েক দিনের মধ্যেই পাবেন চকচকে কোরিয়ান গ্লাস স্কিন।