BY- Aajtak Bangla

মুখে ঘষে নিন কলার খোসা, ব্যস, তাতেই উপচে পড়বে সৌন্দর্য, টানটান চামড়া

15  APRIL, 2025

মুখ যাতে চকচক করে সেজন্য আমরা অনেকেই সচেতন থাকি। মুখের ঔজ্জ্বল্য বাড়াতে তাই নানা প্রসাধনী ব্যবহার করেন অনেকে।

রূপচর্চা

অনেক সময়ই মুখে ব্রণ, দাগছোপ কিংবা চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

ব্রণ-দাগছোপ

তবে মুখের ত্বক ভাল রাখতে হলে বাজারের বিভিন্ন জিনিসের থেকে প্রাকৃতিক নানা উপাদান বেশি কার্যকরী।

প্রাকৃতিক উপাদান

তেমনই একটি প্রাকৃতিক উপাদান হল কলা। এই ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

কলা

কলা খাওয়ার সময় আমরা খোসা ফেলে দিই। জানেন তো, কলার মতো কলার খোসাও খুব উপকারী।

কলার খোসা

বিশেষজ্ঞদের মতে, কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগালে মুখে দাগছোপ দূর হয়।

ঝকঝকে ত্বক

কলার খোসার ভিতরের অংশে মুখে লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এতে ত্বক মোলায়েম হবে।

মোলায়েম ত্বক

মুখে কলার খোসা লাগালে বলিরেখা দূর হয়। এতে চামড়া টানটান হবে।

টানটান চামড়া