1 August, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় ঘরের মধ্যে বাড়ে পোকামাকড় আর পিঁপড়ে।
চিনির কৌটোয় পিঁপড়ে ঢুকে গেলে কী করবেন?
পিঁপড়ে তাড়ানোর প্রতিকার থাকলেও চিনির কৌটো পিঁপড়়েমুক্ত করার ট্রিকস অনেকেই জানেন না।
না জানার কারণে চিনি ফেলে দিতে বাধ্য হন অনেকে। কিন্তু চিনি ফেলবেন না। বরং এই কৌশলে তাড়ান পিঁপড়ে।
একটি বড় প্লেটে চিনির বয়াম উল্টে দিন। তারপর হাত দিয়ে চিনি ছড়িয়ে দিন।
সূর্যের আলোয় রেখে দিন এই প্লেট। পালাবে পিঁপড়ে।
এছাড়া পিঁপড়ে তাড়়াতে লবঙ্গও কার্যকর।
চিনির পাত্রে রেখে দিন ১০টি লবঙ্গ। হুড়মুড়িয়ে পালাবে পিঁপড়ে।
লবঙ্গের সঙ্গে চিনির পাত্রে রাখতে পারেন কয়েকটি তেজপাতাও।
তেজপাতার ঝাঁঝে পালায় পিঁপড়ে।