BY- Aajtak Bangla

নারকেল তেল এভাবে শুধু ফোটান, মাথায় লাগালেই গজাবে ঘন কালো কুচকুচে চুল

12 April  2024

ঘন কালো চুল তো যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। সকলেই চান মাথার কেশ যেন কালো ঘন হয়।

কিন্তু অনেকেই ইদানীং চুলের নানা সমস্যায় ভোগেন। কারও অকালে চুল পেকে যায়। আবাক কারও চুল পড়ে যায়।

তাই চুলের সমস্যায় আমারা প্রায়শই পার্লারে যাই। কিংবা নানা রকমের প্রসাধনী ব্যবহার করে থাকি। তবে তাতে খুব একটা লাভ কিছু হয় না।

ঘরে এই পদ্ধতিতেই চুলের যত্ন নিতে পারেন। আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না। শুধু নিতে হবে নারকেল তেল। জানুন পদ্ধতি...

নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। তাই নারকেল তেল নিন প্রথমে।

এরপর কড়াইয়ে নারকেল তেল ফোটান। এতে মেশান মেথি, কারিপাতা।

মিশ্রণটি ফোটানোর পর নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিন।  

তারপরে ওই তেলটি মাথায় ভাল করে লাগান। দেখবেন কিছু দিনের মধ্যেই ঘন কালো কুচকুচে চুল হয়ে গিয়েছে।