BY- Aajtak Bangla
1 November 2024
মাথায় কালো কুচকুচে চুল সকলেই চান। চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়।
তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল উঠতে থাকে। কারও আবার অল্প বয়সেই টাক পড়ে যায়।
চুলের যত্ন নিতে অনেকে নানা কসরত করেন। তবে ঘরোয়া টোটকায় সহজেই কালো মিশমিশে চুল পাবেন।
বিশেষজ্ঞদের মতে, শসা আমাদের চুলের জন্য খুবই উপকারী।
নিয়মিত শসার রস স্ক্যাল্পে লাগালে চুলের স্বাস্থ্য ভাল থাকে। . .
মাথায় শসার রস মাখলে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকে। চুলের জেল্লা থাকে। . .
শসার রস মালিশ করলে চুলের গোড়া মজবুত হয়। চুল পড়ার সমস্যা দূর হয়।
মাথায় শসার রস লাগালে লম্বা চুল হয়।
শসার রস লাগালে ঘন কালো চুল গজায়।