BY- Aajtak Bangla
6th October, 2024
চুলের সমস্যায় আমরা কমবেশি সকলেই ভুগি। বিশেষ করে তুল পড়ার মতো সমস্যায়।
আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছুই করে থাকি।
তবে দামি দামি পণ্য না ব্যবহার করে ১০ টাকার শসাই এই সমস্যা থেকে মুক্তি দেবে।
সালফার ও পটাশিয়ামে ভরপুর শসা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
শসার রসে সিলিকন, ক্যালশিয়াম, সালফার রয়েছে। এই প্রতিটা উপাদান চুলের দেখভাল করার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে।
শসা খেয়েও আপনি চুল পড়া প্রতিরোধ করতে পারেন। স্বাস্থ্যোজ্জ্বল পেতে গেলে রোজ শসা খান আর শসার রস চুলে মাখুন।
একটা শসা মিক্সিতে পেস্ট করে রসটা ছেঁকে নিন। এবার এই শসার রসের সঙ্গে ডিম ও অলিভ অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন।
এই হেয়ার মাস্ক চুলের আগা থেকে ডগা ভাল করে মেখে নিন। ১৫ মিনিট রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
হেয়ার মাস্কের পাশাপাশি কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন শসার রসকে। শসার রসের সঙ্গে ডিম ও অলিভ অয়েল মিশিয়ে যে হেয়ার মাস্কটা বানিয়ে ছিলেন, সেটাকেই কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন।